Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বখাটের হামলায় আহত সেলুন মালিকের মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৪:৫১ এএম

খুলনা মহানগরীর শিববাড়ী এলাকায় বখাটে যুবকের অতর্কিত হামলায় আহত সেলুন মালিক মোঃ মনিরুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ১৬ মার্চ রাতে হামলাকারী একই এলাকার বুলবুল হোসেনের পুত্র শাহ নাজমুর বিন জিল্লুর রহমান ওরফে অভিকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে পুলিশ জানায়, ১৬ মার্চ সকালে মনিরুল প্রতিদিনের ন্যায় তার সেলুন খোলার জন্য বাসা থেকে বের হয়ে পাশের একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়ায়। এ সময় অভির সাথে তার সামান্য কথা কাটাকাটি হয়। মনিরুলের কথায় ক্ষিপ্ত হয়ে পেছন দিকে থেকে অভি কাঠের টুকরো দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় মনিরুল মাটিতে লুটিয়ে পড়লে তাকে বেদম মারপিট করে অভি। স্থানীয় লোকজন ছুটে এসে মনিরুলকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এঘটনায় ১৬ মার্চ মনিরুলের কন্যা রহিমা আক্তার বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেন (নং-২১)।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, সোমবার রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল মারা গেছে। লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার পোষ্টমর্টেম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, আটক অভি জেল হাজতে রয়েছে। পূর্বের মামলার সাথে হত্যা মামলা যুক্ত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ