Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ী সীমান্তে ফেন্সিডিলসহ দুই চোরাকারবারী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৪:০৭ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে ২৯ বিজিবি’র সদস্যরা।
রোববার ২১ মার্চ দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার এলুয়ারী ইউনিয়নের বানাহার গ্রাম থেকে ৪৩ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ তাদের দুই জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন উপজেলার এলুয়ারী ইউনিয়নের পানিকাটা বানাহার গ্রামের মোঃ মোস্তাহাব এর ছেলে মোঃ আব্দুল মাতিন (২৭) ও একই এলাকার মৃত সুবল চন্দ্র দাস এর ছেলে সুজন চন্দ্র দাস (৩০)।
ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরিফুল্লাহ্ আবেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে একটি টহল দল ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনস্থ জলপাইতলী বিওপির নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার ৩০৪/১-এস পিলার হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে বানাহার গ্রামের পাকা রাস্তার মোড় থেকে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের দুই জনকে আটক করে। আটককৃত চোরাকারবারীদের কাছ থেকে একটি রানার মটর সাইকেল,একটি স্যাম্ফনী মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আঠারো হাজার নয়শত টাকা। আটককৃতদের মালামালসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ