Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবন বাজি রেখে ইরানের নিরাপত্তা সমুন্নত রাখবো : রহিম মুসাভি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ৫:৫৪ পিএম

শুধুমাত্র নওরোজেই নয় প্রতিদিনই আমরা আমাদের জানবাজি রেখে প্রিয় স্বদেশের নিরাপত্তা ও সম্মান অটুট রাখবো বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল সৈয়দ আবদুর রহিম মুসাভি। তিনি নওরোজের শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন।-পার্সটুডে

রহিম মুসাভি আরও বলেন, ইরানের সেনাবাহিনী স্থল, বিমান, নৌ-বিভাগসহ সকল প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। কারিগরী সক্ষমতা বৃদ্ধির স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত সরঞ্জামসহ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উত্পাদনের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোসহ এ ক্ষেত্রে তৎপর অন্যান্য প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। তিনি বলেছেন, ইরানের সেনাবাহিনীর প্রচুর যোদ্ধা জাতির সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে স্থল সীমান্তসহ সকল প্রতিরক্ষা ঘাঁটিতে যথারীতি সার্বিক সুরক্ষা প্রস্তুতি নিয়ে উপস্থিত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ