Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

আবার গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটলো। ভারতের ঝাড়খÐ রাজ্যে চোর সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা ওই যুবকের নাম মুবারক। গণপিটুনির কারণেই মুবারকের মৃত্যু হয়। এই ঘটনা তাবরেজ আনসারির স্মৃতি ফের উসকে দিলো। দুই বছর আগে ঝাড়খন্ডেই গণপিটুনির শিকার হয়ে মারা গিয়েছিলেন তিনি। ‘জয় শ্রীরাম’ না বলায় মারধর করা হয়েছিল আনসারিকে। ঝাড়খন্ডের সিরকা গ্রামে শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী মহেশপুর গ্রামের বাসিন্দা হলেও ২৬ বছর বয়সী মুবারক সেদিন সিরকা গ্রামে গিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, মোটরসাইকেলের ব্যাটারি এবং চাকা চুরির সময় তাকে হাতেনাতে ধরা হয়। এরপরই বিদ্যুতের খুঁটিতে মুবারককে বাঁধা হয়। তারপরই তাকে প্রচÐ মারধর করা হয়। আর এতে মারাত্মকভাবে আহত হন তিনি। এরপর খবর পেয়ে ভোর ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে মুবারকের। এরপরই কর্মকর্তারা লাশটি পুলিশ স্টেশনে নিয়ে যান। তারপর সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রাঁচির পুলিশ সুপার নৌসাদ আলম বলেছেন, ঘটনার প‚র্ণাঙ্গ তদন্ত হবে। এ ঘটনায় মুবারকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মুবারকের ভাই তাবারক খান এ ঘটনায় থানায় এজহার দায়ের করেছে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ