Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণু মণ্ডলের কণ্ঠে ‘টুম্পা সোনা’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:২৬ পিএম

আবারো সোশ্যাল মিডিয়া কাঁপালেন রাণাঘাটের রাণু মণ্ডল ৷ লতা মঙ্গেশকরের "এক প্যায়ার কা নাগমা মৌজ কী কাহানি হ্যায়, জিন্দেগি অউর কুছ ভী নেই তেরি মেরি কাহানি হ্যায় ৷" এই গানটি রাণাঘাট স্টেশনে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছিলেন রাণু মণ্ডল ৷ এরপরে বলিউডের জনপ্রিয় নায়ক ও সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া রাণুর কণ্ঠ শুনে অভিভূত হয়েছিলেন, রাণু মণ্ডলকে দিয়েই তেরি মেরি, তেরি মেরি গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল গানটি ৷

সেই রাণু মণ্ডলকেই এইবার আবারো নতুন রুপে পাওয়া গিয়েছে ৷ তিনি টুম্পা সোনা গানটি গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৷ একই সঙ্গে সেই গানটি সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷ একই সঙ্গে ফের "এক প্যায়ার কা নাগমা মৌজ কী কাহানি হ্যায়, জিন্দেগি অউর কুছ ভী নেই তেরি মেরি কাহানি হ্যায় ৷" গানটি গেয়ে ঝড় তুলেছেন, সেই গানটি তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ 

উল্লেখ্য তেরি মেরি, তেরি মেরি গানটির পর থেকেই বদলেছে রাণু মণ্ডলের পরিচিতি, তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় যখনই রাণু মণ্ডলের কোনও ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ আস্তে আস্তে জনগণের মধ্যে রাণু মণ্ডলের গ্রহণযোগ্যতা বেড়েছে ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ