বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে আশরাফুল ইসলাম মানিক (২৬) নামের এক ছাত্রলীগ নেতা কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার তাকে এই জরিমানা করা হয়।
ছাত্রনেতা মানিক মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।
মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী জানান, মানিক ও তাঁর লোকজন বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে সরকারি মালিকানাধীন মেহগনি গাছ কাটছিলেন। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মঞ্জুরুল ইসলাম গাছ কাটতে বাধা দেন। এতে মানিক উত্তেজিত হয়ে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়টি মেহেগনি গাছের ৫৫ পিচ লগ জব্দ করেন। জব্দকৃত গাছের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। অবৈধভাবে সরকারি গাছ কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মানিক মন্ডলকে ১০ হাজার টাকা জমিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।