বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিমে দূর্ঘটনায় সুলতান মিয়া (৩০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে জামালপুর জেলা সদরের নান্দিনা চরহামেদপুর গ্রামের বাবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সুলতান মিয়া কাজ করতো। সোমবার দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর থেকে ভারী একটি লোহার রড সুলতানের মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন দূর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, লাশ সিলেটের হাসপাতলে রয়েছে। এবিষয়ে নিহতের পরিবারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।