বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইটভাটা চত্বরে এক শিশু শ্রমিক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।
জানাগেছে, ১০ মার্চ (বুধবার) সকাল সাড়ে ৮টায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি মমরেজপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ইউনিয়নের বিরাশি নামক এলাকায় পাকা রাস্তা সংলগ্ন দক্ষিনে নবাগত পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের ইটভাটায় বড়দাখন্ড গ্রামের কফিল উদ্দীনের ছেলে আলাউদ্দিন (১১) মারা যায়।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, ট্রাক্টর চালক রবিউল ইসলামের গাড়িতে শ্রমিক হিসাবে শিশু আলাউদ্দীন কাজ করতো । চলন্ত অবস্থায় চালকের অমনোযোগী থাকায় শিশু শ্রমিক আলাউদ্দীন ট্রাক্টর থেকে পড়ে যায়। তার পরেও চালক টের না পাওয়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলাউদ্দীন ঘটনাস্থলেই মারা যায়।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান জানান, ইট ভাটার রাস্তায় ঘটনাটি ঘটেছে। বিষয়টি সমাধান হয়ে গেছে। রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ । তিনি বলেন শিশুটির অভিভাবকের সিদ্বান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।