বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে এক নারী রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পূর্বচাম্বী রুরলোডা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হাজেরা বেগম (৪৬)। তিনি মো. নুরুল আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়া এলাকায় বন্য হাতির দল তান্ডব চালায়। এসময় হাজেরা বেগম বাড়ীর পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাবার সময় বন্য হাতির আক্রমনের শিকার হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বন্য হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ী ভাংচুর এবং কৃষক আমির আলীর সৃজিত ফসল সাবাড় করেছে।
আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, বন্য হাতিগুলো এলাকায় অবস্থান করায় লোকজন আতঙ্কিত। আবারও যে কোন মুহুর্তে তান্ডব চালাতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।