মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি বলেছেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার সঙ্গে জড়িতরা বিনা জবাবে পার পাবে না। তিনি আরও বলেছেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে এটা স্পষ্ট বিজ্ঞানী ফাখরিজাদে হত্যায় ইহুদিবাদী ইসরায়েল জড়িত এবং এই অমানবিক অপরাধযজ্ঞের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। -পার্সটুডে
কাজেম গারিবাবাদি আরও বলেছেন, এ ধরনের নৃশংস ও বিপজ্জনক পদক্ষেপের পরিণতি ভালো হবে না। এটা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর খারাপ প্রভাব ফেলবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ হচ্ছে গোটা বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ইরান আইএইএ'র সদস্য দেশ হিসেবে গোটা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার বিরুদ্ধে অবস্থান নেয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। গত ২৭ নভেম্বর রাজধানী তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় নিহত হন পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে। তেহরান বলছে, যারা শীর্ষ এই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তাদেরকে এই বড় ভুলের জন্য অনুতপ্ত হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।