Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিককে নিয়ে ছেলেকে হত্যার পর নদীতে ফেললেন মা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

প্রেমিক জেমস হ্যামিলটনকে (৪২) সঙ্গে নিয়ে থানায় হাজির মার্কিন নারী ব্রিট্যানি গনজে (২৯)। ওই নারীর অভিযোগ, তার ছয় বছরের ছেলে জেমস হাচিনসন নিখোঁজ। তবে পুলিশ তদন্তে নেমে উদঘাটন করে ঘটনার ম‚ল রহস্য। তদন্তকারী পুলিশ জানায়, ব্রিট্যানি ও তার প্রেমিক হ্যামিলটন পুলিশের কাছে জেমস হাচিনসনের নিখোঁজ হওয়ার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন। ম‚লত তারাই হত্যা করেছেন ওই শিশুটিকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের মিডলটাউন শহরে। মিডলটাউন পুলিশ জানায়, ব্রিট্যানি গনজে অভিযোগ করেন, গত শনিবার রাত থেকে তার ছয় বছরের ছেলে জেমস হাচিনসন নিখোঁজ হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে লাল চুলের ও চশমা-চোখের জেমস হাচিসনকে উদ্ধার করতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বেরিয়ে আসে ম‚ল ঘটনা। পুলিশের রিপোর্ট বলছে, শিশুসন্তানকে পরিত্যাগ করার পরিকল্পনা নিয়েছিলেন মা ব্রিট্যানি গনজে। আর তাই হাচিনসনকে তিনি হত্যা করেন। এরপর বয়ফ্রেন্ডের সাহায্য নিয়ে ছেলের মরদেহ ওহাইও নদীতে ছুড়ে ফেলেন ব্রিট্যানি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে জেমস হাচিসনকে হত্যার কথা স্বীকার করেছেন ব্রিট্যানি গনজে ও জেমস হ্যামিলটন। মার্কিন পুলিশ ব্রিট্যানি গনজের বিরুদ্ধে হত্যা, প্রমাণ লোপাট ও তার প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে। সিএনএন।

 



 

Show all comments
  • Mohammed+Nazrul+Islam+Khan ৫ মার্চ, ২০২১, ৭:৪০ এএম says : 0
    Both of them should be hanged.
    Total Reply(0) Reply
  • Tareq Anam ৫ মার্চ, ২০২১, ৮:৫২ এএম says : 0
    ওর শাস্তি দুনিয়াতে হওয়া সম্ভব না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ