বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের কমলনগরে নারিকেল গাছ থেকে পড়ে মারাত্মক আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় এমরান হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত রোববার সকালে গাছ থেকে পড়ে সে আহত হয়। এমরান উপজেলার হাজিরহাট ইউনিয়নের কালুমাঝি বাড়ির মো. ইউছুপের ছেলে।হাজিরহাট বাজারের ব্যবসায়ী ওই বাড়ির সাহাবউদ্দিন জানান, রোববার সকালে এমরান ডাব খাওয়ার জন্য নারিকেল গাছে উঠলে অসাবধানতাবশত ছিটেকে পড়ে মারাত্মক আহত হয়।পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর হলে বুধবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।