Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৪০ পিএম

ভোলার লালমোহনে ১ কোটি ১লক্ষ ৪৬হাজার টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র’র নবনির্মিত উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমানের সভাপতিত্বে নবনির্মিত ভবণ হলরুমে কৃষি প্রশিক্ষণের উদ্বোধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় এমপি শাওন বলেন, একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নের্তৃত্বের ফলে আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিনত হয়েছে। দেশের কৃষি ও কৃষক বাঁচাতে এ খাতে ব্যাপক ভতূর্কি দিয়েছে সরকার। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সার দাবি করায় প্রাণ দিতে হয়েছিল কৃষকদের, আর বঙ্গবন্ধু কন্যা সরকারের আমলে বিনামূল্যে সার ও বীজ কৃষকের দ্বারে দ্বারে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার, কৃষি বান্ধব সরকার। আওয়ামীলীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, কৃষির উন্নয়ন হয়, কৃষকের ভাগ্যোন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। স্বল্প ভূমির দেশে কৃষকদের যুগোপযোগি প্রশিক্ষণ দেয়ার ফলে দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। এটা শেখ হাসিনার অবদান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, উপজেলা প্রকৌশললী ম, বিল্লাল হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ