Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেন্টমার্টিনে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২২ এএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে এসে ঢাকার এক পর্যটকের মৃত্যু হয়েছে।

একটি কটেজ থেকে বাদশা ওরফে বাচ্চু মিয়া নামের ওই পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দ্বীপের নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজের ১৭ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হাফিজুর রহমান

মৃত বাদশা ঢাকার ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে । তিনি আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে কাজ করতেন।

মৃতের সহকর্মীদের বরাত দিয়ে ওসি জানান ২১ ফেব্রুয়ারি ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ৮ জনের একটি টিম সেন্টমার্টিনে ভ্রমণে এসে নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজে ওঠেন।

ওইদিন বিকেলে বাচ্চু মিয়ার বুকে ব্যথা অনুভব হলে তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি।

ভোরে তার এক সহকর্মী তাকে ডাকতে গেলে মুখে ফেনা দেখে সে অন্যদের ডাকেন। পরে অন্যরা এসে দেখেন বাচ্চু মিয়া মারা গেছেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ