Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচুর ভাষাসম্ভার থাকা সত্ত্বেও মাতৃভাষা সংকটে আফ্রিকা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৪৮ পিএম

বিশ্বের মোট জনসংখ্যার সাতভাগের একভাগ মানুষ আফ্রিকায় বসবাস করলেও সমগ্র বিশ্বের এক তৃতিয়াংশ ভাষাই এই মহাদেশের দখলে। আফ্রিকা মহাদেশের নিজস্ব ভাষা আছে ২ হাজার ১৪০ টি। তবুও চর্চার অভাবে বিলুপ্ত হতে চলেছে মহাদেশটির নিজস্ব ভাষাগুলো। জানা যায়, নাইজেরিয়ায় ৫১৫টি, ক্যামেরুনে ২৭৪, কঙ্গোতে ২১২ এবং তানজানিয়াতে ১২৫টি মাতৃভাষা আছে। তবে এসব দেশের বেশিরভাগ মানুষই ইংরেজি এবং আরবি ভাষা ব্যবহারে অভ্যস্ত। -ডয়েচে ভেলে

ইংরেজি ও আরবী ভাষার প্রভাব আফ্রিকার শিক্ষাব্যবস্থার ওপরও দৃশ্যমান। আফ্রিকায় এই বিরাট সংখ্যক ভাষার একটি অন্যতম কারণ হলো, মানবসৃষ্ট সীমানা এই মহাদেশের একাধিক জাতিকে ভিন্নভিন্ন যোগাযোগ ব্যবস্থা ও সংস্কৃতি চালু করতে বাধ্য করেছে। তবে স্বাধীনতার পর সকলকে এক সুতায় বাঁধতে নির্দিষ্ট ভাষা নির্বাচনের প্রয়োজন পড়ে। ওইসময় অনেকেই একতার স্বার্থে ফরাসি, ইংরেজি ও পর্তুগিজ ভাষা বেছে নেয়। আফ্রিকায় বিশেষ করে তানজানিয়ায় প্রাথমিক শিক্ষা পর্যন্ত মাতৃভাষা ব্যবহার করা হয়। তবে মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিক্ষাকার্যক্রম শুরু হয় ইংরেজিতে। এতে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। অনেক গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে আঞ্চলিক ভাষার ব্যাপক ব্যবহার আছে। এটি একদিকে যেমন স্বস্তিদায়ক, অন্যদিকে হতাশাজনকও বটে। এসব অঞ্চলের বাসিন্দারা ইংরেজির দক্ষতায় পিছিয়ে পড়ে, ফলে চাকরির বাজারে তাদের হোঁচট খেতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফ্রিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ