Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার বিষয় বিবেচনা করা হচ্ছে : ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ছয় দেশের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার যে প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ দিয়েছে তা বিবেচনা করার কথা জানিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও অন্যতম প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল পরমাণু সমঝোতার ভবিষ্যত রোডম্যাপ নির্ধারণের জন্য এটিতে স্বাক্ষরকারী দেশগুলোকে নিয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছেন। আরাকচি জানান, আমেরিকা ২০১৮ সালে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্তে¡ও দেশটিকে সম্ভাব্য বৈঠকে আমন্ত্রণ করতে চান বলে জানিয়েছেন বোরেল। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী শনিবার রাতে আইআরআইবি’র এক টকশো’তে অংশ নিয়ে আরো বলেন, “আমরা বোরেলের প্রস্তাব বিবেচনা করছি এবং চীন ও রাশিয়ার মতো মিত্রদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলছি।” তবে ইরানের এই শীর্ষস্থানীয় ক‚টনীতিক বলেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরতে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় তবে কোনো আলোচনার প্রয়োজন নেই। তবে তারপরও ইইউ’র প্রস্তাব নিয়ে ইরানি নীতি নির্ধারকরা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এ ব্যাপারে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলেও মন্তব্য করেন আব্বাস আরাকচি। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার বলেছিলেন, পরমাণু সমঝোতা নিয়ে জো বাইডেন প্রশাসন ইরানসহ এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায়। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ