নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ফ্ল্যাটের চাবি ও ২৫ লাখ টাকা পেয়েছেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী তায়কোয়ান্ডোকা শাম্মী আক্তার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে শাম্মীর হাতে ফ্ল্যাটের চাবি ও পঁচিশ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত ফ্লাট ও অর্থ পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তায়কোয়ান্ডো খেলোয়াড় শাম্মী। তিনি বলেন, ‘ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ। তিনি আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমাকে পঁচিশ লাখ টাকা ও একটি ফ্ল্যাট দিয়েছেন। এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। সার্বিক সহযোগিতার জন্যে আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে দুঃখে সবসময় আমাদেও খেলোয়াড়দের পাশেই থাকেন। তিনি ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক। প্রধানমন্ত্রীর আদেশে করোনাকালেও আমরা খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতা করেছি। আশা করি ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।