বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কণর্ফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে পোশাক কারখানার এক কর্মকর্তা মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন একজন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে নদীর ১২ নম্বর ঘাটের অদ‚রে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবিতে নিহত সৈকত বড়ুয়া (৩০) কর্ণফুলী উপজেলার শাহমীর পুর গ্রামের প্রশান্ত বড়ুয়ার ছেলে। তিনি ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার মান নিয়ন্ত্রক ছিলেন।
এ ঘটনায় আহত ইব্রাহীম খলিল (৪০) ও সালাউদ্দিন (৩৯) নামের দুইজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারাও ইপিজেড এলাকার পোশাক শ্রমিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সকাল পৌনে আটটার দিকে ১২ নম্বর ঘাট থেকে ৩০-৩৫ যাত্রী নিয়ে পতেঙ্গার দিকে যাওয়ার পথে পাথরবোঝাই বার্জের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।
পরে যাত্রীদের উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ আছেন। আহতাবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। নিখোঁজ যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি। এর আগে সোমবার ভোরে নদীর মোহনার কাছে কক্সবাজারের কুতুবদিয়া যাওয়ার পথে ভোগ্যপণ্যবাহী একটি ট্রলার ডুবে তিনজন নিখোঁজ হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।