Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম কবরস্থানে সমাহিত কার্লোস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আর্জেন্টিনার পরলোকগত সাবেক প্রেসিডেন্ট কার্লোস সাউল মেনেমকে বুয়েন্স আয়ার্স প্রদেশের এক মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সামরিক মর্যাদায় ছেলে কার্লোস মেনেম জুনিয়রের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে রোববার ৯০ বছর বয়সে বুয়েন্স আয়ার্সের একটি ক্লিনিকে কার্লোস মেনেম মৃত্যুবরণ করেন। সাবেক প্রেসিডেন্টের মেয়ে জুলেমিতা রোববার জানান, ক্যাথলিক খ্রিস্ট ধর্ম অনুসরণ সত্তে¡ও তার বাবাকে বুয়েন্স আয়ার্সের মুসলিম কবরস্থানে ভাইয়ের কবরের পাশে দাফন করবেন তারা। সাবেক প্রেসিডেন্টের ছেলে কার্লোস মেনেম জুনিয়র ১৯৯৫ সালে বুয়েন্স আয়ার্সে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। কার্লোস মেনেম ১৯৩০ সালের ২ জুলাই আর্জেন্টিনায় এক সিরীয় মুসলিম অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। মুসলমান হিসেবে বেড়ে উঠলেও পরে রাজনীতিতে অংশগ্রহণের সুবিধায় তিনি ক্যাথলিক খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কঠোর নিরাপত্তা সত্তে¡ও বুয়েন্স আয়ার্স প্রদেশের সান জুসটো শহরের কবরস্থানের পাশে বিপুল লোক সাবেক প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে জড়ো হয়। মেনেমের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের অংশগ্রহণে ছোট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে দাফন করা হয়। স্থানীয়রা জানান, অনুষ্ঠানে কুরআন পাঠ ও দোয়া করা হয়। দাফন শেষে ফ্রাঙ্ক সিনাতরার গান ‘মাই ওয়ে’ পরিবেশন করা হয়। সমর্থকদের কাছে সমাদৃত ও বিরোধীদের কাছে প্রচÐ অপছন্দের কার্লোস মেনেম আর্জেন্টাইন রাজনীতিতে বিতর্কিত চরিত্র। আনাদোলু এজেন্সি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ