Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় ৫ বিদেশি খুন, ধর্মঘটের ডাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০৭ পিএম

দক্ষিণ আফ্রিকায় ইস্টার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ শহরে গত এক সপ্তাহে ৫ বিদেশি নাগরিক সশস্ত্র ডাকাতের গুলিতে খুন হন। এর মধ্যে ৩ জন ইথিওপিয়ান ও ২ জন সোমালিয়ার নাগরিক রয়েছে। খুনের প্রতিবাদে বিদেশি ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছে।
এক সপ্তাহের পৃথক ঘটনায় পোর্ট এলিজাবেথ শহরে ডাকাতের গুলিতে এসব বিদেশি নাগরিক খুন হওয়ার প্রতিবাদে বাংলাদেশি, সোমালিয়ান ও ইথিওপিয়ান নাগরিকের মালিকানাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
পোর্ট এলিজাবেথ থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। খুনের অভিযোগে এক কৃষাঙ্গকে পুলিশ গ্রেফতার করেছে’।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৫ পিএম says : 0
    সেখানে মরতে হবে তার কারন ব্যবসায়ী যারা আছে তারা সহজ সরল মানুষ এর সোনা দানা হিরা মুকতা আত্মসাত করে সামান্য কিছু সামান দিয়া থাকেন ।পরবর্তীতে তাহারা কিছুটা সামানের জন্য আসে তাদের না দিলে তাহারা এই গুলি গালা চালান। যাহারা বেইমানি করবে তারা অবশ্যিই সেখানে মরতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ