Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যান্সির মামলায় আসিফ আকবরের জামিন লাভ, ৮ এপ্রিল হাজিরের নির্দেশ

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৩৪ পিএম

ময়মনসিংহে মানহানির অভিযোগে জনপ্রিয় গায়িকা ন্যান্সির করা দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আসিফের জামিন আবেদন মঞ্জুর করেন। এ সময় বিবাদী আসিফ আকবরকে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।   

খবরের সত্যতা নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি রেজাউল কবির আনার। তিনি বলেন, সংগীতশিল্পী আসিফ আকবর বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক বিশেষ বিবেচনায় তার জামিনের আদেশ দেন।  

সূত্র জানায়, এর আগে গত বছরের ১০ জুলাই মানহানির অভিযোগ এনে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেন ন্যান্সি। পরে আদালতের নির্দেশে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন জমা দেয় পুলিশ। এরপর ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আব্দুল হাই বিবাদী আসিফ আকবরকে ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। 

অভিযোগে ন্যান্সি উল্লেখ করেন, ‘আমার কণ্ঠ সফলতায় হিংসাত্মক মনোভাব পোষণ করে বিবাদী আসিফ আকবর বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছেন। এ ছাড়া আসিফ আকবর আমার গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন। আমি আমার ১২টি গানের স্বত্ব দাবি করিলে বিবাদীর রোষানলে পড়ি। যার পরিপ্রেক্ষিতে বিবাদী আসিফ আকবর বিভিন্ন তারিখ ও সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ইউটিউব ও টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্যসহ কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করেন। আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন।’ 

b¨vwÝi gvgjvq Avwmd AvKe‡ii Rvwgb jvf, 8 GwcÖj nvwR‡ii wb‡`©k 

‡gv: kvgmyj Avjg Lvb:   

gqgbwms‡n gvbnvwbi Awf‡hv‡M RbwcÖq MvwqKv b¨vwÝi Kiv `v‡qi Kiv gvgjvq Rvwgb ‡c‡q‡Qb ‡`‡ki Av‡iK RbwcÖq msMxZwkíx Avwmd AvKei| iweevi (14 ‡deªæqvwi) ‡ejv 12Uvi w`‡K gqgbwmsn AwZwi³ Pxd RywWwmqvj Av`vj‡Zi wePviK Avãyj nvB Avwm‡di Rvwgb Av‡e`b gÄyi K‡ib| G mgq weev`x Avwmd AvKei‡K AvMvgx 8 GwcÖj Zv‡K Av`vj‡Z nvwRi nIqvi wb‡`©k w`‡q‡Qb|  

Le‡ii mZ¨Zv wbwðZ K‡i‡Qb Avmvgx c‡¶i AvBbRxwe ‡iRvDj Kwei Avbvi| wZwb e‡jb, msMxZwkíx Avwmd AvKei weÁ Av`vj‡Z nvwRi n‡q Rvwgb cÖv_©bv Ki‡j weÁ wePviK we‡kl we‡ePbvq Zvi Rvwg‡bi Av‡`k ‡`b| 

m~Î Rvbvq, Gi Av‡M MZ eQ‡ii 10 RyjvB gvbnvwbi Awf‡hvM G‡b gqgbwms‡ni ‡Kv‡Zvqvwj g‡Wj _vbvq GKwU Awf‡hvM K‡ib b¨vwÝ| c‡i Av`vj‡Zi wb‡`©‡k Z`‡šÍ Awf‡hv‡Mi mZ¨Zv cvIqvq gqgbwms‡ni AwZwi³ wPd RywWwkqvj g¨vwR‡÷«U Av`vj‡Z cÖwmwKDkb Rgv ‡`q cywjk| Gici gqgbwms‡ni AwZwi³ wPd RywWwkqvj Av`vj‡Zi wePviK Avãyj nvB weev`x Avwmd AvKei‡K 14 ‡deªæqvwi Av`vj‡Z nvwRi nIqvi wb‡`©k ‡`b|

Awf‡hv‡M b¨vwÝ D‡jøL K‡ib, ÔAvgvi KÉ mdjZvq wnsmvZ¥K g‡bvfve ‡cvlY K‡i weev`x Avwmd AvKei wewfbœ mgq wewfbœ BDwUDe, ‡iwWI I wUwf P¨v‡b‡j Avgvi weiæ‡× gvbnvwbKi, wg_¨v I weåvwšÍKi Z_¨ cÖKvk K‡i Avm‡Qb| G Qvov Avwmd AvKei Avgvi MvIqv 12wU Mvb AbygwZ bv wb‡q ¯^Z¡ wewµ K‡i ‡`b| Avwg Avgvi 12wU Mv‡bi ¯^Z¡ `vwe Kwi‡j weev`xi ‡ivlvb‡j cwo| hvi cwi‡cÖw¶‡Z weev`x Avwmd AvKei wewfbœ ZvwiL I mg‡q Avgvi weiæ‡× wewfbœ BDwUDe I wUwf P¨v‡b‡j weåvwšÍKi Z_¨mn KyiæwPc~Y© gšÍe¨ Kiv ïiæ K‡ib| Avgvi weiæ‡× wg_¨vPvi K‡ib|Õ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ