গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে আবারও রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার রাজধানীর মান্ডায় ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। নিহত হাসান মুগদার একটি ছাপাখানায় কাজ করত। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কিশোর গ্রুপের দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ জানায়, হাসানের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বেলাল হোসেন (১৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। হামলাকারীরা সিনিয়র এবং ব্যান্ডেজ গ্রুপের সদস্য। আটক কিশোর নিজেও ব্যান্ডেজ গ্রুপের সদস্য।
মুগদা থানার পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসা থেকে হাসানকে স্থানীয় কয়েকজন কিশোর মান্ডা লেটকা ফকিরের গলিতে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে তারা হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।