Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে ৮ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনজুর এলাহী ও নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী প্রচারণা শেষে তারা শহরের বাদীর মোড় এলাকায় পৌঁছলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। নরসিংদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বিনা ওয়ারেন্টে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে এবং গ্রেফতার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত দুই দিনে বিএনপি›র ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে অন্তত ১৫ বাড়িতে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস চৌধুরী সুমন, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক তুষার, বেলাবো যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন মাস্টার। এছাড়া পুলিশ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রনির বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে পায়নি। পরশু রাতে রেব পরিচয়ে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ অভিযোগ করেছেন যে, সরকারি দলের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার এটা হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বিএনপি সমর্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
এ ধরনের তল্লাশি ও গ্রেফতারের কারণে বিএনপি সমর্থিত ভোটাররা ভোটকেন্দ্রে যাবে না এই ধরনের চিন্তা থেকেই বিএনপি নেতাকর্মীদের কে গ্রেফতার করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ