বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিবেশ দূষণের দায়ে কারখানা সুপারশপসহ চট্টগ্রামের আটটি প্রতিষ্ঠানকে চার লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই জরিমানা করেন।
তিনি বলেন, শব্দ দূষণ, বায়ু দূষণ, তরল বর্জ্যে আশপাশের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
বায়ু দূষণের অপরাধে দক্ষিণ হালিশহরের হাইডেলবার্গ সিমেন্টকে এক লাখ টাকা, নাসিরাবাদের বায়েজিদ স্টিলকে ৫০ হাজার টাকা, শব্দ দূষণের অপরাধে হালিশহরের স্বপ্ন সুপার শপকে ৫০ হাজার টাকা ও একই কারণে কর্ণফুলী ইপিজেডের ন্যাচারাব এক্সেসরিজকে ৫৫ হাজার টাকা জরিমনা করা হয়েছে।
এছাড়া বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ রেখে তরল বর্জ্যে দূষণের দায়ে নাসিরাবাদের কেডিএস টেক্সটাইল মিলসকে এক লাখ টাকা, কালুরঘাটের সিনথেটিক এডেসিভকে ৫০ হাজার টাকা, পতেঙ্গার এম জে এল বাংলাদেশ নামের কারখানাকে পাঁচ হাজার টাকা এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় নগরীর আকবরশাহ এলাকার তৈয়ব ডেইরি ফার্মকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।