Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে যুক্ত হচ্ছে আরো দেড় শতাধিক হোটেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দুবাইয়ের পর্যটন খাতে আরো দেড় শতাধিক হোটেল যুক্ত হতে যাচ্ছে। এ হোটেলগুলোর নির্মাণকাজ সম্পন্ন হলে ৪৮ হাজার ৪১০টি কক্ষ বাড়বে বলে জানিয়েছে এ খাতের বিশ্লেষক সংস্থা টপহোটেল প্রজেক্টস। সংস্থাটির নতুন একটি সমীক্ষা অনুযায়ী, ২৬ হাজার ১৬৮টি কক্ষবিশিষ্ট ৭৯টি হোটেল এ বছরই চালু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাত মহামারীর প্রভাব থেকে প্রত্যাবর্তন করবে বলে মনে হচ্ছে। টপহোটেলপ্রজেক্টসের সমীক্ষায় উঠে এসেছে, ২০২২ সালে ৮ হাজার ৮৬০টি কক্ষ বিশিষ্ট ৩৪টি হোটেল উদ্বোধনের জন্য নির্ধারিত হয়েছে এবং পরের বছর আরো ১১টি হোটেল চালু হওয়ার কথা রয়েছে। এছাড়া ২০২৪ সালে আরো ২৯টি হোটেল প্রকল্প প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। নতুন হোটেলগুলোর মধ্যে ৭৬টি চার তারকা এবং বাকি ৭৭টি হোটেল পাঁচ তারকা ক্যাটাগরির হবে। দুবাইয়ে নতুন হিসেবে রোভ হোটেলগুলো সবচেয়ে আগ্রাসীভাবে বৃদ্ধি পাচ্ছে। ১ হাজার ৪৮০টি কক্ষ বিশিষ্ট তাদের পাঁচটি প্রজেক্ট পাইপলাইনে রয়েছে। অ্যারাবিয়ান বিজনেস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ