Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৪০ যুদ্ধযান যুক্ত হলো ইরানের আইআরজিসির নৌ ইউনিটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ পিএম

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটে যুক্ত হয়েছে ৩৪০টি যুদ্ধযান। দক্ষিণের উপকূলীয় শহর বন্দরআব্বাসে সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব যুদ্ধযানের সংযুক্তি ঘোষণা দেওয়া হয়। এসব সামরিক নৌযানের কোনো কোনোটি রকেট ও ক্ষেপণাস্ত্র বহন এবং নিক্ষেপ করতে সক্ষম। কোনো কোনো নৌযানে বসানো রয়েছে উন্নতমানের কামান। -পার্সটুডে

এ সময় উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরিসহ আরও কয়েক জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। সাগরে ডুবুরিদের অভিযানেও এসব সামরিক নৌযান লজিস্টিক সাপোর্ট দিতে পারে। হালকা মডেলের গতিসম্পন্ন এসব যান আইআরজিসি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে তৈরি করেছে। ইরানে ইসলামী বিপ্লব দিবসকে সামনে রেখে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। একইসঙ্গে নানা ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ