বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ৫ জানুয়ারি বিকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রামামাণ আদালতের বিচারক অনুজা মণ্ডল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের মোঃ এখলাস উদ্দিনের পুত্র মোঃ জাকির হোসেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক অনুজা মন্ডল মুঠো ফোনে জানান মুচলেকা রেখে জরিমানা করা হয়েছে। ২য় বারে এ রকম অপরাধ সংঘটিত হলে ছাড় দেয়া হবে না বলে হুশিঁয়ারি করা হয় ঐ অপরাধীকে। প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে মর্মেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।