Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে: জারিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩২ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকাকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজে পুরোপুরি ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি একথাও বলেছেন যে, ইরান যা কিছু করেছে তার সবই পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি মেনে করেছে।

জারিফ সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রতি এ আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকারকে আগে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত করতে হবে; কারণ তারা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার কারণে সরাসরি এতে ফিরে আসা সম্ভব নয়।

জারিফ বলেন, অন্যদিকে ইরান পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারা অনুযায়ী এতে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে পর্যায়ক্রমে পিছিয়ে এসেছে। তিনি বলেন, আমেরিকা এখন এই সমঝোতায় ফিরে এলে তেহরানও এতে দেয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন শুরু করবে।

মার্কিন সরকার ২০১৮ সালে আইন লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান এই সমঝোতার ধারাগুলো থেকে পর্যায়ক্রমে সরে আসে এবং সম্প্রতি দেশটি ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে। তবে তেহরান বারবার জোর দিয়ে বলে এসেছে, মার্কিন সরকার ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে এলে তেহরানও আবার এই সমঝোতা বাস্তবায়ন শুরু করবে।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার সাক্ষাৎকারে আরো বলেন, ওয়াশিংটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত ব্যর্থ নীতি অনুসরণ করবে নাকি যুক্তিপূর্ণ নীতি গ্রহণ করে সমস্যা সমাধানের পথে হাঁটবে সে সিদ্ধান্ত আমেরিকার নয়া প্রশাসনকে নিতে হবে।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • MD Akkas ২ ফেব্রুয়ারি, ২০২১, ৪:০১ পিএম says : 0
    ঠিক বলেছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ