বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জোট সভাপতিসহ ৮ টি পদে জয়লাভ করেছে। সাধারণ সম্পাদকসহ আওয়ামী আইনজীবী পরিষদ জিতেছেন ৫ টি পদে। সকাল ১০ টা ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিরতিহীন ভাবে চলে ২ টা পর্যন্ত। ১৭০ ভোটের মধ্যে ১৬৮ টি ভোট কাস্ট হয়। সভাপতি পদে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মোঃ ফরিদুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের অতিন্দ্র লাল ব্যানার্জী ৭৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের নুরুল আমীন নুরনবী ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল করিম ফারুক পেয়েছেন ৭৩ টি। এছাড়া সহসভাপতি পদে বিএনপির হাবিবুর রহমান বাচ্চু, জাকির হোসেন মনু, সহ সাধারণ সম্পাদক পদে ইফতারুল হাসান শরিফ, অর্থ সম্পাদক ইলিয়াস সুমন, পাঠাগার সম্পাদক পদে পলাশ চন্দ্র দাস, সদস্য পদে মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স ও মোঃ ইকবাল হোসেনসহ ৮টিতে নির্বাচিত হন বিএনপিজোট।
সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরনবীসহ আওয়ামী আইনজীবী পরিষদে জয়লাভ করেন, সহ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রিপন,ধর্ম সম্পাদক মহিউদ্দিন হেলাল,পাঠাগার সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী ও সদস্য পদে মোঃ আবুল কাশেমসহ ৫টিতে জয়লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।