মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকার প্রতি মানুষের যে বিশ্বাস ভঙ্গ হয়েছে তা পুনঃপ্রতিষ্ঠা করতে দ্রুততার সঙ্গে তেহরানের ওপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। দৈনিক নিউ ইয়র্ক টাইমসে লেখা এক মন্তব্য কলামে ইরানের এ কূটনীতিক একথা বলেছেন ।
মাজিদ তাখতে রাভানচি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনও রকমের বিলম্ব হলে তার অর্থ দাঁড়াবে বাইডেন প্রশাসন শত্রুতার নীতি অব্যাহত রাখতে চায় এবং পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে তারা আন্তরিক নয়। মন্তব্য কলামে তিনি আরো বলেছেন, তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প যে ক্ষতি করেছেন বাইডেন প্রশাসনকে তা পূরণ করতে হবে। মাজিদ তাখতে রাভানচি বলেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রক্রিয়া শুরু করতে পারেন। যদি তিনি তা করেন তাহলে তার অর্থ দাঁড়াবে বাইডেন প্রশাসন আন্তর্জাতিক সমাজের সঙ্গে আমেরিকার সম্পর্ক পুনঃস্থাপিত করতে চায়। একই সঙ্গে বাইডেন প্রশাসনকে দ্রুততার সাথে পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।