মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের অনেক বিমান পরিবহণ সংস্থাই তাদের ফ্লাইটে অ্যালকোহল বিতড়ন করা বন্ধ করে দিয়েছে। এ কারণে তাদের কাছে প্রচুর মদ থেকে অবশিষ্ট থেকে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমেরিকান এয়ারলাইনস সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কাছে থাকা অতিরিক্ত মদ বিক্রি করবে এবং সরাসরি ক্রেতাদের বাসায় ডেলিভারি দেবে।
এই পরিকল্পনার আওতায় সংস্থাটি ‘ফ্ল্যাগশিপ সেলারস’ নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় সরাসরি বা মাস ভিত্তিক চুক্তিতেগ্রাহকরা তাদের পছন্দ মতো মদের বোতল কিনতে পারবেন। মাসিক সাবস্ক্রিপশন প্ল্যানের ক্ষেত্রে প্রতি মাসে ৯৯ ডলার করে পরিশোধ করতে হবে। ব্র্যান্ডের ভিত্তিতে প্রতি বোতল ওয়াইনের দাম আমেরিকান এয়ারলাইন্স ১৩ থেকে ৪০ ডলার মূল্য নির্ধারন করেছে। তাদের সবচেয়ে ব্যয়বহুল অফারটি ৩ বোতল শ্যাম্পেনের একটি প্যাকেজ, যার মূল্য ৩০০ ডলার।
করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিমান পরিবহণ সংস্থাগুলো। আগের তুলনায় তারা এখনও অনেক কম ফ্লাইট পরিচালনা করছে। আমেরিকান এয়ারলাইন্স ইতিমধ্যে ৩৬০ কোটি ডলার লোকসান দিয়েছে বলে তাদের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে। এই মদ বিক্রি তাদের লোকসান পূরণে খুব একটা প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে না। তবে সংস্থাটি আশা করছে যে, নতুন এই অ্যাট-হোম ওয়াইন প্রোগ্রাম থেকে প্রথম তিন মাসেই তারা অন্তত ৪০ থেকে ৫০ হাজার ডলার আয় করতে পারবে। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।