Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে মসজিদে হামলা পরিকল্পনাকারী গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

সিঙ্গাপুরে দুটি মসজিদে হামলা চালিয়ে মুসলিমদের হত্যার পরিকল্পনায় একজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কঠোর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) অধীনে তাকে গ্রেফতার করা হয়। সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের হামলার বর্ষপ‚র্তিতে এই হামলার পরিকল্পনা করেছিল ওই কিশোর। ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী ভারতীয় বংশোদ্ভ‚ত একজন প্রটেস্টান্ট খ্রিস্টান। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আইনের অধীনে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে এই কিশোর সবচেয়ে কম বয়সী। তারা জানিয়েছে, ‘চরম-ডানপন্থী মতাদর্শে’ অনুপ্রাণিত এই কিশোরকে গত মাসে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ছিলেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুর

২১ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ