Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বস্ত্র ও পাটমন্ত্রী অসুস্থ,চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বস্ত্র ও পাট মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে আইসিউতে ভর্তি আছেন। পরিবারের সদস্যরা তার রোগ মুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সৈকত চন্দ্র হালদার জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকালে তিনি সিঙ্গাপুর যাবেন। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।
বীরপ্রতীক গাজী কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। প্রথমে কয়েকদিন রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর তাকে আজগর আলী হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক তার রোগমিুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ