Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থমন্ত্রী লরেন্সই হচ্ছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং জানিয়েছেন, অর্থমন্ত্রী লরেন্স ওং-ই তার উত্তরসূরী হিসেবে নগররাষ্ট্রটির পরবর্তী সরকার প্রধান হচ্ছেন। দেশটির ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) তথাকথিত চতুর্থ প্রজন্মের দল ওংকে নেতা হিসেবে বেছে নিয়েছে বলে বৃহস্পতিবার এক ঘোষণায় জানানো হয়। এ ঘোষণাই ওং-এর পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ করে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “পরিকল্পনাটা হচ্ছে লরেন্স (ওং) নির্বাচনের আগে বা পরে (যদি পিএপি জেতে) প্রধানমন্ত্রী পদে আমার স্থলাভিষিক্ত হবে। নির্বাচন ২০২৫ সালে হওয়ার কথা রয়েছে, নিশ্চিতভাবে বেশ হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে,” শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই বলেন লি। দ্বীপদেশটির স্বাধীনতা অর্জনকারী নেতা লি কুয়ান লি’র ছেলে লি সিয়েন ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ নগররাষ্ট্রে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সরকারি টাস্কফোর্সের কোণ্ডচেয়ারের দায়িত্ব পালন করা ৪৯ বছর বয়সী ওং যে ৭০ বছর বয়সী লি’র সম্ভাব্য উত্তরসূরী, বিশ্লেষকরা তা আগে থেকেই বলে আসছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী লরেন্সই হচ্ছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ