মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। সোমবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এর আগে সেখানে একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হয়নি। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রনালয় সোমবার নিশ্চিত করেছে যে, দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯য়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৫৪। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নতুন করে আক্রান্তদের অধিকাংশই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তির বিষয় হচ্ছে নতুন করে কারো মৃত্যু হয়নি।
এপর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১১ জন। এছাড়া ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৬৮ জন। রোববারের হিসাব অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৯৬। অর্থাৎ রোববারের তুলনায় সোমবার আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।