মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে হামলার পরিকল্পনা চাঙ্গা করার ঘোষণা দিয়েছে ইসরাইল। মঙ্গলবার ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল স্টাডিজে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিরক্ষা বাহিনীকে আমি ইরানের হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছি। এগুলো বাস্তবায়নের বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করলেও এসব পরিকল্পনা তৈরি থাকা প্রয়োজন। ইরানের বিরুদ্ধে দ্রæত গতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে অগ্রসর হওয়ারও অভিযোগ করেন জেনারেল আবিব কোহাবি। ফলে তেহরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে যে কোনওভাবে ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ভুল হবে বলে মন্তব্য করেন তিনি। দাবি করেন, নতুন করে একই ধরনের সমঝোতা করা হলে সেটিও হবে কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত। দৃশ্যত নিজ দেশের সরকারের অনুমোদন নিয়েই এসব মন্তব্য করলেন ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান। এর মধ্য দিয়ে তেহরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কাছে ইসরাইলের বার্তা পৌঁছে দিলেন তিনি। তেল আবিব চাইছে, বাইডেন প্রশাসন যেন কোনওভাবেই তেহরানের সঙ্গে নতুন করে কোনও ক‚টনৈতিক সম্পর্কে না জড়ায়। ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান এমন সময়ে এসব মন্তব্য করলেন যার কদিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচ্ছন্ন সহযোগিতার ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।