মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমানবিক বিজ্ঞানী ফাখরিজাদেহর কাজের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর পরিবারের সদস্যরা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি দেশের জন্যে বিজ্ঞানীর অনন্য প্রচেষ্টা ও শাহাদাত অর্জনের প্রশংসা করেন।
সোমবার সন্ধ্যায় ফাখরিজাদেহর পরিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করেন।
খামেনেয়ী বলেন দেশের প্রতি ভালবাসা ও অফুরন্ত উদ্দীপনা নিষ্ঠার সঙ্গে ফাখরিজাদেহ কাজ করে গেছেন। এধরনের ইখলাসই তাকে শাহাদাতের মর্যাদায় পৌঁছে দিয়েছে এবং অনেক তরুণ এখন তাকে আগে না জানার জন্যে আফসোস করছেন। ফাখরিজাদেহর পরিবারকে ধৈর্যশীল হতে মহান আল্লাহর কাছে সে তওফিক দানের জন্যে ইরানের সর্বোচ্চ নেতা দোয়া করেন। তিনি ফাখরিজাদেহর শোক সন্তপ্ত পরিবারের জন্যে সমবেদনা জ্ঞাপন করে বলেন শহীদের স্ত্রী-সন্তানরাও তার পুরস্কারের অংশীদার।
ফাখরিজাদেহ ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন এন্ড রিসার্চের প্রধান। গত বছর ২৭ নভেম্বর ফাখরিজাদেহকে উপগ্রহের সাহায্যে দূরনিয়ন্ত্রিত অস্ত্রের মাধ্যমে গুলি বর্ষণ করে তাকে হত্যা করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একবার ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় ফাখরিজাদেহর নাম দুই দুইবার উচ্চারণ করে ভবিষ্যৎ হুমকি দিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।