Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের মুক্ত অঞ্চলগুলোতে ৫৬ শতাংশ পুঁজি বিনিয়োগ বেড়েছে: রুহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ৯:৩০ এএম | আপডেট : ৯:৪৯ এএম, ১৫ জানুয়ারি, ২০২১

ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে শতকরা ৫৬ ভাগ বিদেশি পুঁজি বিনিয়োগ বেড়ে যাওয়ার ঘটনাকে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের ছয়টি মুক্ত অর্থনৈতিক অঞ্চলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬০টি নতুন প্রকল্পের উদ্বোধন করে বুধবার একথা বলেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে পণ্য আমদানি করার পরিবর্তে এ অঞ্চলগুলোকে রপ্তানিকারক অঞ্চলে পরিণত করার কাজে ইরান অনেকাংশে সফল হয়েছে।

ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোর গুরুত্ব তুলে ধরে হাসান রুহানি বলেন, এসব অঞ্চল থেকে বিদেশে রপ্তানি হয়েছে ১৩,৮০০ কোটি ডলারের পণ্য; অন্যদিকে এসব অঞ্চলের জন্য আমদানি হয়েছে ৪,৮০০ কোটি ডলারের পণ্য।

নিষেধাজ্ঞার সময়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোর অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, গত বছরের তুলনায় চলতি বছর এসব অঞ্চলে ৫৬ শতাংশ বেশি পুঁজি বিনিয়োগ হয়েছে যা এসব অঞ্চলের উন্নয়নে সরকারের সাফল্য তুলে ধরছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ