Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে বাসি খাবার রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৫:০৮ পিএম

বিশ^নাথে বাসি খাবার রাখার দায়ে সিলেটের বিশ্বনাথে চারটি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নতুন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল।
অভিযান পরিচালনাকালে উপজেলা সদরের বিছমিল্লা তান্দুরি রেস্টুরেন্টকে ২হাজার টাকা, তিনভাই রেস্টুরেন্টকে ১হাজার টাকা, টপ গিফট সেন্টারে ১হাজার টাকা ও ভোজন ঘর রেস্টুরেন্টকে ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় একদল পুলিশ নিয়ে তার সাথে উপস্থিত ছিলেন, বিশ^নাথ থানার এসআই আফতাবুউজ্জামান রিগ্যান। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাড বর্ণালী পাল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ও রেস্টুরেন্টে বাসি খাবার এবং অন্যান্য কারনে ওই চারটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ