গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন ও তাদের কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী
সোমবার ( ১১ জানুয়ারি) রাজধানীর বংশাল থানাধীন সিটি কলোনিতে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ( এনএফএস) উদ্যোগে 'হরিজন সম্প্রদায়ের' মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ সরকার সকল শ্রেণি পেশার মানুষের কল্যাণের লক্ষ নিয়ে কাজ করছে। সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
বক্তারা বলেন, মানবতাই হচ্ছে পরম ধর্ম। মনুষ্যত্বের আলো জ্বেলে পিছনে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসা উচিত।
ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ( এনএফএস) রাহাত হুসাইনের সভাপতিত্বে অ্যাক্টিভ সেলের সমন্বয়ক ইমতিয়াজ মেহেদী হাসানের সঞ্চালনায়
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আউয়াল হোসেন, ওলামা লীগের সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, হরিজন সেবক সমিতির সভাপতি গগন লাল, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্রসহ সংগঠনের বন্ধুরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।