Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে ২ মাসের আলটিমেটাম দিলো ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:৫২ পিএম

নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে ২ মাসের আলটিমেটাম দিলো ইরান।ইরান বলেছে, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ইরানের পরবর্তী পদক্ষেপ হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাওয়া। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুলফজল আমুয়ি বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগেই তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। -পার্সটুডে
আমুয়ি আরো বলেন, সম্প্রতি ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র ছাড়া পরমাণু সমঝোতার বাকি পাঁচ দেশ (ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রিটেন ও জার্মানি) যদি এ সমঝোতা বাস্তবায়ন না করে তাহলে দুই মাসের মধ্যে ইরান সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাবে। ওই প্রটোকল অনুযায়ী, ইরান তার পরমাণু স্থাপনাগুলো যেকোনো সময় পরিদর্শনের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিদর্শকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ইরানের এই আইন প্রণেতা বলেন, পার্লামেন্টের আইন বাস্তবায়নের অংশ হিসেবে ইরান প্রথম ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করেছে। এরপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আইএইএ’র পরিদর্শকদের জন্য নিজের পরমাণু স্থাপনাগুলোর দরজা বন্ধ করে দেয়া ছাড়া তেহরানের অন্য কোনো উপায় থাকবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ