Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে বিএনপি প্রার্থীর কার্যালয় ৩ দফা ভাঙচুর

মেয়র প্রার্থীসহ আহত ২০

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র মেয়র প্রার্থী এড. কাজী খানের নির্বাচনী কার্যালয়ে ৩ দফা হামলা ও ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা। হামলাকারীদের ধারালো দায়ের কোপে বিএনপি’র মেয়র প্রার্থীসহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে তারা প্রথমে মোটরসাইকেল নিয়ে কার্যালয়ের ভেতর বসে থাকা নেতাকর্মীদের ওপর উঠিয়ে দেয়। ওই সময় বিএনপি’র মেয়র প্রার্থীসহ তার ৫ সমর্থক আহত হয়। পৌর এলাকার শ্রীপুর সদরে বিএনপি’র কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে ঢুকে এলোপাতারি চেয়ার, টেবিল, গ্লাস, নির্বাচনী সামগ্রী ভাঙচুর করে। এর আগে দক্ষিণ ভাঙনাহাটি গ্রামের পাগলাবাড়ি এলাকায় বিএনপি’র নির্বাচনী ক্যাম্পেও তারা হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে শ্রীপুর থানার সার্কেল এএসপি ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলগুলো পরিদর্শন করে। পুলিশের উপস্থিতিতে নৌকা প্রতীকের সমর্থকরা দা লাঠিসহ মোটরসাইকেল নিয়ে পৌর শহরে মিছিলসহ মহড়া দেয়। এতে স্থানীয় লোকজন আতংকিত হয়ে পড়ে। 

বিএনপি’র মেয়র প্রার্থী এড. কাজী খান জানান, আ.লীগের প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আমার অফিসে হামলা চালিয়েছে এবং আমাকে ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার শ্বশুর বাড়িসহ আমার নিজ বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করেছে।
এদিকে আ.লীগের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়, এসব হামলার সাথে আ.লীগ বা এর কেউ জড়িত নয় বরং বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত শাহ আলমের লোকজন হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এএসপি সার্কেল আব্দুল আল মামুন বিএনপি’র নির্বাচনী কার্যালয়ে এসে তাদেরকে শান্ত থাকতে বলেন এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে প্রথম দফা হামলার পরপরই দুপুরে আরও দু’দফা হামলায় ধারালো দায়ের কোপে বিএনপি’র মেয়র প্রার্থী এড. কাজী খান ও জেলা বিএনপি’র নেতা আবুল মুনসুর মন্ডল, যুবদল নেতা সবুজ, আলম, রাহাত হাসান জুয়েলসহ অন্তত ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। ওই সময় হামলাকারীরা বিএনপি’র নির্বাচনী কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ