Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের টিকা নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ৬:৩৫ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি তার দেশে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের করোনাভাইরাসের ভ্যাকসিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। আজ শুক্রবার (৮ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের টিকা দেশে আমদানি করা নিষিদ্ধ। আমি এটি কর্মকর্তাদের বলেছি এবং এখন আমি এটি জনসম্মুখে বলছি। এগুলোর ওপর আমার কোনো আস্থা নেই। কখনও কখনও এরা অন্যদেশের ওপর টিকা পরীক্ষা চালায়। আমেরিকানরা যদি টিকা উৎপাদনে সক্ষমই হতো তাহলে তাদের দেশে করোনাভাইরাসে এই বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হতো না।’

মধ্যপ্রাচ্যে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার হচ্ছে ইরান। গত মাসে দেশটির নিজস্ব টিকার ট্রায়াল শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই টিকা ইরানকে মহামারির বিরুদ্ধে লড়তে সহযোগিতা করবে।’

খামেনি তার ভাষণে ইরানের নিজস্ব টিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জানান, তেহরান চাইলে অন্য কোনো দেশ থেকেও টিকা আমদানি করতে পারবে। তবে তিনি সেসব দেশের নাম উল্লেখ করেননি। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ