Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন কারখানার জরিমানা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৫:৩২ পিএম

বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানা থেকে ৭৯০কেজি পলিথিন রোল, বিপুল পরিমান পলিথিন ও উৎপাদন কাজে ব্যবহৃত দানা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি। অভিযানে সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক তানজির তারেক ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে ‘ভাই ভাই প্লাস্টিক’কে ১লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পলিথিন, রোল ও তৈরির দানা। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ