Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে অবৈধ ভাবে বালু ভর্তি বাল্কহেড জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৩:২৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বৃহস্পতিবার (৭জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় একটি বালু ভর্তি বাল্কহেড (মায়ের দোয়া) জব্দ করেছে। ৩জনকে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে বিজ্ঞনির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে বারটায অভিযান চালিয়ে ৩ জন বালু শ্রমিককে আটক করেন। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন উপজেলার পূর্ব ফুলহার গ্রামের নূর ইসলাম জমাদ্দারের ২ পুত্র মহিদুল(৩৫),মহিবুর রহমান ও বাগেরহাট মোড়লগঞ্জ থানাধীন হোগলাবুনিয়া গ্রামের মৃত সাহেব আলীর পুত্র আনোয়ার হোসেন (৪৬)কে ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত বালু ভর্তি বাল্কহেড আংশিক ধ্বংস করে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ