Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ছয় ক্লিনিক নারী দালালকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৩:০৯ পিএম

নেছারাবাদে উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ডায়গনষ্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে টেষ্ট রিপোর্ট করতে নেয়ার অভিযোগে ছয় নারী দালালকে ৯০০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী এ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেক নারী দালালকে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমান করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলো লিলি বেগম লিয়া, পিয়ারা বেগম, নূরজাহান বেগম, জান্নাতুলনেছা লিপি, রোখসানা বেগম ও আসমা বেগম।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার থানা পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে। পরে আটককৃতদের দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আদালতের বিজ্ঞ বিচারক প্রত্যেক আসামীকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ