নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান প্রধান সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে তিনি নিজেই আরও একদিন হাসপাতালে থাকতে চেয়েছেন। তাই আগামীকাল বৃহস্পতিবার বেহালায় নিজ বাড়িতে ফিরবেন মহারাজ খ্যাত তারকা।
সৌরভের হাসপাতাল ছাড়ার সমস্ত বন্দোবস্ত করা হয়ে গিয়েছিল। ছাড়পত্রও লিখে ফেলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহ‚র্তে সিদ্ধান্ত বদল করা হয়। গতকাল কলকাতার উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগামীকাল (আজ) মিস্টার গাঙ্গুলিকে ছাড়পত্র দেওয়া হবে। কারণ, তিনি নিজেই আরও একদিন এখানে থাকতে চেয়েছেন। তিনি বাড়ি ফেরার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা নিরবিচ্ছিন্নভাবে তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সময় অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’
গত শনিবার নিজ বাড়িতে শরীরচর্চা করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় লক্ষণ দেখে ধারণা করা হয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে সৌরভের তিনটি ধমনীতে বøকেজ ধরা পড়ে। এর মধ্যে ডান দিকের ধমনীতে বøকেজ ছিল প্রায় ৯০ শতাংশ। সেখানে বসানো হয়েছে স্টেন্ট।
সৌরভের চিকিৎসার জন্য নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিও গতপরশু তাকে পর্যবেক্ষণ করতে উডল্যান্ডস হাসপাতালে যান। পরে তিনি ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে জানান, ‘কোনো বড় ধরনের সমস্যা নেই। কোনো সমস্যা তৈরি হবে না। বাড়ি যাওয়ার পরদিন থেকেই তিনি কর্মজীবনে ফিরতে পারবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।