Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শারজায় গিয়েও গাঙ্গুলির পাকিস্তান বিদ্বেষ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিশ্ব ক্রিকেটে সবসময়ই পাকিস্তান-ভারত ম্যাচ মানেই ছিল টানটান উত্তেজনা, অন্য এক রোমাঞ্চ। মাঠের সেই উত্তেজনা আর রোমাঞ্চের দিনগুলোতে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে অনেক ম্যাচেই নিজের কারিশমা দেখিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় বোর্ড বা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’র (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সেই সময় মাঠে দুই দেশের ক্রিকেটাররা একে অপরের শত্রæ থাকলেও মাঠের বাইরে কিন্তু তাদের মধ্যে ছিল বেশ সখ্যতা। তবে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা চরম পর্যায়ে পৌঁছানোর পর সেই সম্পর্কও যেন এখন আর নেই। ছিটেফোটা যাও আছে, ধারণা করা হচ্ছে এবারের আইপিএলের পর তাও থাকবে না। সম্প্রতি শারজাহ’তে সৌরভের এক আচরণে এমন আভাসই মেলে। সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এবারের আইপিএল আয়োজন করছে বিসিসিআই। টুর্নামেন্টের প্রস্তুতি সরেজমিনে দেখতে গত ৯ সেপ্টেম্বর দুবাই পৌঁছে ছ’দিনের কোয়ারেন্টাইনে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। এরপরেই শারজাহ স্টেডিয়ামের প্রস্তুতি দেখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটিকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সৌরভের পোস্ট করা সেই ছবিটির পেছনের দিকে ছিল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড। যেহেতু পাকিস্তান দীর্ঘদিন ধরে শারজাহকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে, তাই এমন কিছু থাকা অস্বাভাবিক নয়। কিন্তু সৌরভ পেছন থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ‘বøার’ করে বিতর্কের জন্ম দেন। তার এমন কাÐে প্রশ্ন উঠছে- বিসিসিআই সভাপতি কেন এমনটা করলেন? কি মনে করে এভাবে ছবি পোস্ট করলেন তিনি?

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঙ্গুলি

২৫ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ