নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চার দিনের টেস্টের পরিকল্পনা করছে আইসিসি। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এমনটি বাধ্যতামূলক করতে চায় সংস্থাটি। এমন পরিকল্পনায় হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এখনই এ বিষয়ে মন্তব্য করতে চাইছেন না।
ক্রিকেট ক্যালেন্ডারের বাড়তি চাপ নিয়ে কথা হচ্ছে দীর্ঘ দিন ধরেই। ২০২৩ সাল থেকে প্রতি বছরে একটি বাড়তি বৈশ্বিক ইভেন্ট যোগ হচ্ছে ক্যালেন্ডারে। আছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের প্রাচুর্যতা। একই সঙ্গে পাঁচ দিনের টেস্ট আয়োজনে আর্থিক অসঙ্গতির বিষয়টিও ভাবাচ্ছে আইসিসিকে। তার ওপর নতুন করে বিপত্তি দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) চাহিদা অনুসারে দ্বিপক্ষীয় সিরিজের ক্যালেন্ডার সাজানো। এসব কিছুই এমন পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করছে।
নিয়ম পাল্টাতে আইসিসির ক্রিকেট কমিটিরই ভূমিকা থাকে। তাই তারা আগামী বছর এই পরিবর্তনটি আনুষ্ঠানিকভাবে ভেবে দেখতে যাচ্ছে। তবে এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইছেন না সৌরভ গাঙ্গুলি। ইডেন গার্ডেনসে এক প্রশ্নের জবাবে পরশু তিনি বলেছেন, ‘আগে আমাদের প্রস্তাবটা দেখতে হবে। তার পর দেখি। তাই এখনই কিছু বলা যাচ্ছে না।’
আইসিসি চাইছে এমনটি তারা করবে ২০২৩ সাল থেকে ২০৩১ সালের চক্রে। এরই মধ্যে চার দিনের টেস্ট আলোর মুখ দেখেছে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও ইংল্যান্ড-আয়ারল্যান্ড বছরের শুরুতে চার দিনের টেস্ট খেলে ফেলেছে। পরের গ্রীষ্মকালীন সূচিতে অস্ট্রেলিয়ারও চার দিনের টেস্ট খেলার কথা আফগানিস্তানের সঙ্গে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।