Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত সৌরভ গাঙ্গুলির!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ৬:৫১ পিএম

হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বুধবার (১ জুন) টুইট করে এ কথা জানান ভারতের সাবেক এই অধিনায়ক সৌরভ। টুইটে সৌরভ লিখেন, ১৯৯২ সালে ক্রিকেটের জগতের প্রবেশের পর থেকে এই খেলা তাকে অনেক কিছুই দিয়েছে। জীবনের পরবর্তী ধাপেও একই রকম সমর্থন পাবেন।

টুইট বার্তায় সৌরভ গাঙ্গুলি বলেন, ২০২২ সালে ক্রিকেট বিশ্বে পদার্পনের ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯২ সাল থেকে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। মানুষের সমর্থন আসবে এই তালিকায় সবার আগে। আজ যেখানে পৌঁছেছি, সেখানে আসতে পারার যাত্রায় সমর্থন ও সাহায্য করার জন্য প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাই।

এখন আমি পরিকল্পনা করছি এমন কিছু শুরু করার, যা অনেক মানুষের সহায়তায় আসতে পারে। জীবনের এই যাত্রায়ও মানুষ একই রকম সমর্থন দিয়ে যাবে সেই আশাই করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ